তাওহিদ জামিল নরসিংদী এর লেখা ও সুরের প্রথম গজলটির লিরিক্স
মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২)
তোমারই প্রেমেতে মন হল দিওয়ানা
যেতে চায় তোমারই রওজা মাদিনা (২)(ঐ)
রাসিলে আরাবী মুমি আলোর রবি
তোমারই প্রেমে সৃজন হল এসবি (২)
ওগো প্রিয় তুমি আমার আশার আলো (২)
সারা জনম তোমায় বেসে যাব ভালো। (ঐ)
তোমারই পরশে উজালা এ ভুবন
তোমায় ভেবে ভেববে যায় এমন সারাক্ষন। (২)
তোমার নামের দরুদ জপি সারা বেলা। (২)
ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইয়া কামলি ওয়ালা। (ঐ)
মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২)
তোমারই প্রেমেতে মন হল দিওয়ানা
যেতে চায় তোমারই রওজা মাদিনা (২)(ঐ)
রাসিলে আরাবী মুমি আলোর রবি
তোমারই প্রেমে সৃজন হল এসবি (২)
ওগো প্রিয় তুমি আমার আশার আলো (২)
সারা জনম তোমায় বেসে যাব ভালো। (ঐ)
তোমারই পরশে উজালা এ ভুবন
তোমায় ভেবে ভেববে যায় এমন সারাক্ষন। (২)
তোমার নামের দরুদ জপি সারা বেলা। (২)
ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইয়া কামলি ওয়ালা। (ঐ)