নাহমাদুহু ওয়ানুসাল্লিয়ালা রাসুলিহিল কারিম, আম্মা বা'দ। আল্লাহ তায়ালার অগনিত প্রশংসা যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সামনে কওমী মাদরাসার দরসী কিতাব গুলোকে PDF আকারে একত্রিত করার মত তাওফিক দান করেছেন।
আমরা অনেক কষ্ট করে কিতাবগুলো একসাথে জমা করেছি। বিভিন্ন ওয়েবসাইটে কিতাবগুলোর জন্যে আমাদের ঘুরতে হয়েছে। তারপর কিতাবগুলো ডাউনলোড করে আবার আপলোড করেছি। শুধু তাই নয়, সবাই যেন সবচেয়ে সহজে এক ক্লিকেই কাংখিত কিতাবটি ডাউনলোড করতে পারেন, তাই সব কিতাবের ডাইরেক্ট লিংক তৈরী করেছি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করে নিন, এবং যারা এর জন্যে কাজ করছে সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।
জ্ঞ্যাতব্যঃ কারো যদি কোন কিতাব ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমাদের Facebook Page এ অথবা আমার আইডিতে জানাবেন। অতি সত্তর সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর যদি কারো কোন পরামর্শ থাকে তাহলেও আমাদেরকে পরামর্শ দিয়ে সাহাজ্য করার জন্যে বিশেষ আবেদন থাকবে। আপনার পরামর্শ সাদরে গ্রহন করা হবে, ইনশা আল্লাহ।
জামাতে নাহবে মীর
জামাতে হেদায়াতুন নাহু
জামাতে কাফিয়া
জামাতে জালালাইন
জামাতে মিশকাত
জামাতে তাকমীল
মাদানী নেসাবের কিতাব সমুহ
44 মন্তব্যসমূহ
আনওয়ারুদ দিয়ার শরহে বেকায়া এর ২য় খন্ড বইটা পাচ্ছিনা। যদি বইটা দিয়ে দিতেন, উপকৃত হতাম।
উত্তরমুছুনকিতাবটি বর্তমানে আছে
মুছুনরিং দেন।
মুছুনআমিও পাচ্ছি না।
মুছুনঅনেক ভালো লাগলো।
উত্তরমুছুনজাযাকাল্লাহ।
আপনাদের মেহনত আল্লাহ তাআলা কবুল করুন আমীন।
doya kore website ti sobar sathe share korun...
মুছুনআসসালামু আলাইকুম, প্রিয় এইচ এম শরীফ ভাই।
উত্তরমুছুনআপনার এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার এই দীনি মেহনতকে কবুল করুন। কারী জহির সাহেবের 'তুহফাতুল গণি' বইটির pdfকপি হযরতের অনুমতিক্রমে আপলোড করলে অনেক উপকৃত হতাম। জাঝাকাল্লাহু খাইর।
ওয়ালাইকুম সালাম, ইসলামুল হক ভাই।
মুছুনইনশা আল্লাহ। খুব দ্রুত আমি কিতাবটি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব।
আসসালামু আলাইকুম!প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এতো সুন্দর কাজের জন্য। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সব জামাতের কিতাব আছে শরহে বেকায়া জামাতের কিতাব নেই কেন?
মুছুনঅপেক্ষায় আছি, থাকবো।
মুছুন.جزاك الله خىر في الدنيا و الاخرة
উত্তরমুছুনJazakallah
উত্তরমুছুনআসসালামু আলাইকুম!প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এতো সুন্দর কাজের জন্য। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সব জামাতের কিতাব আছে শরহে বেকায়া জামাতের কিতাব নেই কেন?
উত্তরমুছুনআপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। শরহে বেকায়া জামাতের কিতাব গুলো শরহে জামী ও জালালাইনের অধিনে পাবেন।
মুছুনআত তারিক ইলাল ইনশা
উত্তরমুছুনবইটি পাচ্ছি না। এই বইটি সর্বমোট তিন খন্ড। প্রতিটি খন্ড কিংবা অন্তত তৃতীয় খন্ডটি দিলে উপকৃত হতাম।
খুব সুন্দর মাশাল্লাহ
উত্তরমুছুনখুব সুন্দর মাশাল্লাহ
উত্তরমুছুনখুব সুন্দর মাশাল্লাহ
উত্তরমুছুনখুব সুন্দর মাশাল্লাহ
উত্তরমুছুনখুব দ্রুত আপনার কিতাবটি পেতে যাচ্ছেন। ইনশা আল্লাহ
উত্তরমুছুনসংসার সুখের হয় দু’জনের গুণে pdf boi ti amar dorkar.
উত্তরমুছুনআপনাদের অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
উত্তরমুছুনকাসাসুন নাবিয়্যিন ৫ম খণ্ড (বাংলা) pdf দিতে পারবেন ভাই?
চেষ্টা করব ইনশা আল্লাহ
মুছুনhttps://www.hmsharif.com/2020/10/blog-post.html
মুছুনএখানে কিছু কিতাব আছে
ভাই নেয়ামুল কোরআন (১ম - ৩০তম খণ্ড একত্রে)
উত্তরমুছুনby হযরত মাওলানা শামছুল হক (রহঃ) বইটা দিলে উপকৃত হতাম
শীঘ্রই পাবেন ইনশা আল্লাহ।
মুছুনUNKNOWN
উত্তরমুছুন০১ অক্টোবর, ২০২০
আত তারিক ইলাল ইনশা
বইটি পাচ্ছি না। এই বইটি সর্বমোট তিন খন্ড। প্রতিটি খন্ড কিংবা অন্তত তৃতীয় খন্ডটি দিলে উপকৃত হতাম।উত্তর
আমাদের নতুন পোষ্ট চেক করুন
মুছুনআততরীকু ইলাল ইনশা বাংলা ২য় কিতাবটি কি আছে.?
উত্তরমুছুনএই কিতাবটি আমাদের কালেকশনে নেই। আসলে পাবেন ইনশা আল্লাহ। তাই সব সময় আমাদের সাথেই থাকুন।
মুছুনআস্সালা আইকুম, শরীফ ভাই -আল কিরাতুর রাশেদা কিতাবটি মাদানি নেসাবে পড়া হয়, দয়া করে 1-3 খণ্ড পি ডি এফ করে দিলে ভাল হবে। মাদানী নেসাবের সিরিয়ালে কিতাবটি নেই। ধন্যবাদ ভাই। جزاكم الله خيرا
উত্তরমুছুনআপাতত আমাদের কালেকশনে এই কিতাবটি নেই। যখনই আসে, তখনি দিয়ে দিব ইনশা আল্লাহ
মুছুনআস সালামু আলাইকুম শরিফ ভাই উর্দু ফতোয়ার কিতাব গুলি ডাউনলোড করতে পার ছি না
উত্তরমুছুনআপনি কোন লিংক থেকে ডাউনলোড করতে চাচ্ছেন, সেই লিংকটা দিন দয়া করে। আমি খুব তারাতারি সমাধান করার চেষ্টা করব।
মুছুনতাকমিল জামাতের মতন পাওয়া যাবে কি ?
উত্তরমুছুনইনশা ৩য় খন্ড বাংলা পাচ্ছি না plz help
উত্তরমুছুনআসসালামু আলাইকুম, ভালো কাজের জন্য শুকরিয়া। মাইবুজি কিতাবের লিংক যদি দিতেন উপকৃত হতাম, অগ্রীম মোবারকবাদ!
উত্তরমুছুনএই কিতাবটি আমাদের কালেকশনে নেই
মুছুনআত তারিকু ইলাল ইনশা কিতাবটি এখানে যুক্ত করা উচিত মনে করি
উত্তরমুছুনকুতুল আখইয়ার ২,৩,৪ নং খন্ড গুলো পাচ্ছি না ভাই
উত্তরমুছুনআপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু আততারীকু ইলাল ইনশা নেই কোন
উত্তরমুছুনআপাতত আমাদের কালেকশনে বইটির পিডিএফ ভার্সন নাই। কালেকশনে আসলেই পাবেন ইনশা আল্লাহ।
উত্তরমুছুনআচ্ছা ভাইয়া এই কিতাব গুলোই মতন গুলো আপলোড করতে পারবেন কিনা। মতন গুলো পেলে অনেক ভালো হত।
উত্তরমুছুনইনশা আল্লাহ চেষ্টা করব।
মুছুন