Subscribe Us

header ads

লা ইলাহা ইল্লাল্লাহ, খালিক মালিক তুমি ইলাহ (৩) জীবন তরি ডুবু ডুবু দয়া কর তুমি... লিরিক্স


Image result for লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি ইলাহ
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ (২)লা ইলাহা ইল্লাল্লাহ, খালিক মালিক তুমি ইলাহ (৩)

জীবন তরি ডুবু ডুবু দয়া কর তুমি

কবুল কর বান্দা তোমার ওগো অন্তর্জামী

আমার গলে পরাও তোমার প্রেমেরই মালা (ঐ)তোমার ই নাম জপছে সদা তামাম আলো

ধরার বোকে ঝরছে সদা তোমারই রহম

সারা জাহানে চলছে তোমার কুদরতী খেলা। (ঐ)তুমি মাবুদ থাকলে রাজি চাইনা ধন দৌলত

আমার চোখে দাও ভাসিয়ে তোমারই কুদরত

আমি শুধু খুজি তোমার দয়ার উসিলা। (ঐ)পাপী তাপী কত বান্দায় কর মাগফেরাত

আমায় ক্ষমা কর তুমি দাও গো হেদায়াত

গোলামীতে রেখ আমায় বেলা অবেলা। (ঐ)আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ (২)

//