আমি যদি কবু ভুলে যাই প্রভু তোমায়,
তবে আলোর দেখা দেখিয়ে দিও গো আমায়।
তুমি যে আমার প্রভু তুমিতো রব,
তুমি যে আমার মালিক তুমিতো সব। (২)
ভুলে যেতে পারি আমি এ পৃথিবীর ধোকায়,
তুমি যদি থাকো পাশে ভুলবনা কভু তোমায়।
এ আমার কসম তোমার কাছে যেওনা ভুলে আমায়। (ঐ)
তোমার জন্যে এ জীবনে জন্ম আমার মৃত্যু আমার,
করনা হতাশ প্রভু দীদার চাই বারেবার।
এ আমার চাওয়া তোমার কাছে যেওনা ভুলে আমায়। (ঐ)গানটি শুনুনঃ