সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন,
তবু চলে যেতে হয়। (২)
ফুল পাখি ফসল আর বনের ও ছায়া,
জোছনার আলোতে আহা কি মায়া ! (২)
আমারি মন ছুঁয়ে যায়,জাগে কত বাসনা।
রাঙ্গাবো এ জীবন রঙ্গের ও মেলায়।
রাঙ্গানো শেষ না হতে চাওয়া পাওয়া,
তবু চলে যেতে হয়-তবু চলে যেতে হয়। (ঐ)
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন ,তবু চলে যেতে হয়।
সুখেরও দু'চালা ছাউনি দিয়া,
যতন করিয়া ঘড় বাধিয়া। (২)
সাজানো হলো এ জীবন, বেচে থাকার আশায়।
তখনি এসে গেলো ওপারের ডাক! (২)
জীবনের সাধ না মেটিতে আশা-স্বপনো।
তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। (ঐ)
গানটি শুনুনঃ
গানটি শুনুনঃ