Subscribe Us

header ads

আল্লাহ তুমি অপরুপ


আল্লাহ তুমি অপরুপ না জানি কতো সুন্দর,
তোমায় আমি সপেছি প্রান সপেছি এই অন্তর ()
 তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে ()
তুমি আছো বুকের গভীর গহিন ভিতর ()
এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান,
বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান ()
তোমার পথে চলি যেনো সারাটি জীবন ভর ()

গানটি শুনুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

//