মন উড়ে যায় নীল আকাশের প্রান্ত ছুয়ে ডানা মেলে
স্বপ্ন পাখি মেলে আঁখী দূর সুদূরে যাওয়ার ছলে। (৩)
ভোর পাখীদের গুন গুন গানে
ফাগুন আসে মনে মনে
যায় বহুদূর সুর, বাজে সুখেরই নুপূর। (ঐ)
পাল তুলে ঐ মাঝির সুরে বাজে সুখের বাশী,
উথাল পাথাল ঢেউ তুলে সে যায় গো সর্বনাশী। (২)
ছন্নছাড়া খেয়ালী মন (২) জোছনার রাত দুপুর। (ঐ)
বন বাদারে কাপন তোলা উদাসী হাওয়া,
ইশান কোনে পুঞ্জ মেঘের জমকালো ধাওয়া। (২)
তেপান্তের মাঠ পেরিয়ে, (২) চল যাই বহুদুর। (ঐ)
গানটি শুনুনঃ