অনুভবের গভিরে
কলরব
অনুভবের গভিরে, শুন্য আমার কুটিরে (২)
মুছে দিলে যাতনা, তুমি কি তা জনো না।
সঙ্গিনী প্রিয়তমা তুমি শুধু তোমার উপমা।
তুমি কি জান না। (২)
বধু বেশে সেজে এসে, নিয়ে নিলে ভালোবাসা
সেই থেকে মন সঙ্গী তুমি স্বপ্ন আশা কান্না হাসা
মুখরিত আলো ছায়া, অনুহৃত মোহ মায়া।
তোমায় ঘিরে বেচে থাকা, সুখ নিরন্তর ভালোবাসা।
এখন আমার দৃষ্টি নত, ভাবনা গভীর শত শত।
তুমি আমার অন্য আলো, আধার ঘরে প্রদীপ জালো।
তুমি কি তা জানো না। (ঐ)