গত ১২ জুন ২০২৪ মিরপুর-১০ নম্বর এলাকায় তেলিয়া গ্রামের সন্তান, মো. হাফিজুল ইসলাম (২৭) নামে এক ফাস্ট ফুড দোকানির ডাকাতদের কিল-ঘুসিতে মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) সন্ধ্যায় আসাদুজ্জামান চয়ন ও তার সঙ্গীরা চিকেন ফ্রাই কেনার পর ছেঁড়া ১০০ টাকার নোট দেন। হাফিজুল টাকা নিতে না চাইলে কথাকাটাকাটি হয় এবং তাকে কিল-ঘুসি মারা হয়। হাফিজুল গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চাই।
তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সে আমার সাথে তেলিয়া মাদরাসার লেখাপড়া করেছে। ব্যক্তিগত ভাবে সে ভালো মানুষ ছিল। তেলিয়া গ্রামের সকল শ্রেণীর মানুষের সাথে তার আলাদা সখ্যতা ছিল। তার মৃত্যুতে অনেকেই অশ্রু ঝড়িয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হয়েছে। কিছু পত্রিকায় পাশের দোকানীদের বরাত দিয়ে প্রকাশিত হয়েছিল যে "আওয়ামী লীগের সমাবেশে না যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে।" কিন্তু সেই খবরগুলো এখন আর প্রকাশিত নেই। আমরা তীব্র নিন্দা জানাই।
নিচে কিছু নিউজ লিংক দেওয়া হলঃ
ছেঁড়া টাকা না নেওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা (banglanews24.com)
ছেঁড়া নোট নিতে না চাওয়ায় ফাস্ট ফুড দোকানিকে পিটিয়ে হত্যা (dailyinqilab.com)
ছেঁড়া টাকা না নেওয়ায় মারধরে দোকানির মৃত্যু | কালবেলা (kalbela.com)
মিরপুরে ছেঁড়া নোট নিয়ে বাগবিতণ্ডা, দোকানিকে পিটিয়ে হত্যা (samakal.com)
মিরপুরে কিল-ঘুষি-লাথিতে ব্যবসায়ীর মৃত্যু, যুবক গ্রেপ্তার (itvbd.com)
চিকেন ফ্রাই খেয়ে ছেঁড়া টাকা পরিশোধ, দ্বন্দ্বে বিক্রেতা খুন (songbadprokash.com)
ছেঁড়া টাকা না নেয়ায় কিল-ঘুসিতে মারা গেলেন দোকানি | Bhorer Kagoj | ভোরের কাগজ
ছেঁড়া টাকা না নেওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
১০০ টাকার ছেঁড়া নোটের জন্য দোকানিকে পিটিয়ে হত্যা : একজন গ্রেফতার (dailynayadiganta.com)
মিরপুরে ক্রেতার কিল-ঘুসিতে দোকানি নিহত: গ্রেফতার ১ - নিউজ পোস্ট বিডি (newspostbd.com)
ছেঁড়া টাকা দেবার জেরে দোকানির মৃত্যু | News Bangla (newsbangla24.com.bd)