পৃথিবীতে আর কেহ নেই তোমার মত ওগো
মা
যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি
তোমার তোলনা
ও মা... তুমি তোমার তোলনা (২)
তুমি স্বপ্ন তুমি গল্প মা গো তুমি
এক মুঠো ভালোবাসা
তুমি হাসি তুমি কান্না মাগো তুমি
হৃদয়ের যত আশা (২)
তোমার আচলে লুকিয়ে আমি ভুলি সব
দুঃখ যাতনা (ঐ)
তুমি আলো তুমি আশা মাগো তুমি
অপূর্ব এক ভালো লাগা
তুমি কবিতা তুমি ছন্দ মাগো তুমি
জীবনের সব ভরসা (২)
তোমায় ছাড়া জীবন আমার দুখের এক
ঠিকানা (ঐ)