Subscribe Us

header ads

উপদেশমুলক গজল। কলরব। হলিটিউন্স। বুকে যাদের জ্বলছে উনুন একটু দাঁড়ান বলছি শুনুন,

বুকে যাদের জ্বলছে উনুন একটু দাঁড়ান বলছি শুনুন,
শেষ রাত্রির প্রহর এলে সুখ পরশের ঘুম কে ফেলে
প্রভুর নামে জাগুন
জায়নামাজের অশ্রু গুলো নিভিয়ে দেবে আগুন (২)


মন বাগিচায় ফুল ফোটে না প্রান বাসরী মরা
হৃদয় জমিন জুড়ে শুধু চৈতালী সে খরা (২)
প্রভুর কাছে দুহাত তুলে পাক কালিমার বিষাদ ভুলে (২)
আবার আন পাখি ডাকা পুষ্প ফোটা ফাগুন (ঐ)

শেষ রাত্রি নামে যখন আল্লাহ নিজে ডাকেন তখন
ক্ষমা চাওয়ার কেও কি আছো চাও
আমার দয়ার করুনাকে দুহাত পেতে নাও
বন্ধু তুমি এমন সুজুগ হাত ছাড়া কি করবে?
নাকি প্রভুর ভালোবাসায় তুমি হৃদয় তোমার গড়বে? (২)
জান্নাতী এক আবেশে এসে দেহ বনে যাবে হেসে হেসে (২)

সেই আবেশের দেখা পেতে সপ্ন বোকে রাখুন (ঐ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

//