এলো রবিউল আওয়াল (৪)
এই দুনিয়ার আলোকিত চাঁদ
আমার নবী প্রিয় মুহাম্মাদ (২)
তোমার আগমনে হাসল কাশকনে
খুশীর হেলাল (ঐ)
তুমি এলে ফোরাল রাত এল সুদিন হল
প্রভাত
বন্ধ হল সব জুলুম আর বিদায় নিল
জাহেলিয়াত
বদলে গেল এই সমাজের হাল (ঐ)
এতীম অনাথ নারীর অধিকার
প্রতিষ্ঠিত হল আবার
জয় হল ফের উদারতার, জগত পেল যোগ্য
রাহবার
উড়ল আবার মানবতার পাল...