ওরে মন (৩)
থাকা যাবে না দুনিয়ার থাকা যাবে
না (২)
কার যে কখন আসবে মরণ (২)
কেও তো জানে না (ঐ)
কার ভরসায় লোভ লালসায় (২)
মজে আছো রঙ তামাশায়
দুই দিনেরই বাহাদুরী মন কে বুঝাও
না (ঐ)
কত সুখের স্বপ্ন চোখে (২)
আশা বেধে আছো বুকে
থাকবে না এই জমিদারী তুমি কেন
ভাবনা (ঐ)
ইট পাথরের রঙ্গিন বাড়ি (২)
থাকবে পরে দামী গাড়ি
মসজিদের পালকী চড়ে তুমি দিবে
রওয়ানা। (ঐ)
Rate This Article
আমাদের থাকা যাবে না দুনিয়ার থাকা যাবে না। লিরিক্স। কলরব বিষয়ক লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পোষ্টটি শেয়ার করার জন্য অনুরোধ রইল।