কতদিন আর থাকবে তুমি ভবে,
একদিন তো বিদায় নিতে হবে
তোমায় একদিন তো বিদায় নিতে হবে। (৩)
কিরামান কাতিবিন যেদিন নেবেন অবসর,
এই দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর। (৩)
জানো কি সে বিদায় লগন (২)
আসবে কখন কবে। (ঐ)
কোথায় রবে সাথী স্বজন কোথায় ছেলে মেয়ে,
ভূলে গেছো আল্লাহর আদেশ আজকে যাদের পেয়ে। (৩)
কোথায় তোমার ধনে জনে সাজানো সেই ঘর?
দু চোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর! (৩)
বাড়ি গাড়ির মালিক তুমি (২)
কি লাভ তাতে হবে? (ঐ)
গানটি শুনুনঃ