গোলাপ নিলাম গাদা নিলাম, নিলাম রজণীগন্ধা
মনের সুখে মালা গাথিব সকাল থেকে সন্ধ্যা (২)
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ (২)
একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা
হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা (২) (ঐ)
লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে
উহুদ ময়দানে নরীর রক্তের কথা বলে
তাই লাল ফুলকে (২) বাগান থেকে তুলে গাথলাম মালা (ঐ)
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে
নবীজীর ওই দাত মোবারক সাদা ছিল বলে (২)
তাই সাদা ফুলকে (২) বাগান থেকে তুলে গাথলাম মালা (ঐ)
গানটি শুনুনঃ