হঠাত আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া
কিসের আশায় রইলিরে মন, মালিকরে ভুলিয়া
মালিকরে ভুলিয়া...
ধন সম্পদ পাইয়া হাতে, করলি জমিদারী
ক্ষমতার অহংকারে করলি বাহাদুরী,
ও তুই করলি বাহাদুরী... (২)
ও তোর রেশমী পোষাক, সোনার আংটি... (২)
নেবে স্বজনরা খুলিয়া... (ঐ)
ক্ষনে ক্ষনে কবর ডাকে আয়রে আমার বাড়ি
মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি
ও তুই দুয়েক চারি... (২)
আসতে তোর হবে একদিন... (২)
সাদা কাফন পরিয়া (ঐ)
কলরব...