প্রেম কবিতা
কলরব
প্রেম কবিতা লিখি আমি শুধু তোমার নামে। (২)
রাত্রি জেগে কাদি আমি (২)
প্রভু তোমার প্রেমে। (ঐ)
করলে তুমি আমায় সৃজন বানালে শ্রেষ্ট জাতী
অন্তরে মোর জালিয়েছ, হিদায়াতের বাতি (২)
জীবন আমার বিলিয়ে দেব (২)
তাই তো তোমার প্রেমে। (ঐ)
দুঃখে ভরা হৃদে আমার, সুখের পরশ তুমি
সিজদাতে তাই লুটিয়ে পরি তোমার কদম চুমি। (২)
তবন আমি তাসবী জপি (২)
আমার প্রতি দমে। (ঐ)