ঝকঝকে বাংলা লেখা দেখুন

এক সময় ছিল যখন Web Browsers গুলিতে বাংলা ফন্ট দেখাই যেত না। তবে কালক্রমে ওয়েব ডেভেলপমেন্টের উন্নতির সাথে সাথে ওয়েবসাইটে ঝকঝকে বাংলা ফন্ট শো করানোটা অনেক সহজ হয়ে গেছে। তারপরও যারা বিষয়টি পরিষ্কারভাবে জানেন না তারা মাঝে মধ্যে বাংলা ফন্ট নিয়ে সমস্যায় পড়তে হয়। অনেক সময় ওয়েবসাইটের বাংলা লেখার মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর দেখা যায়। এই পোস্টটি তাদের জন্য যারা ওয়েব জগতে একদম নতুন কিংবা হেলার কারনে বিষয়টি অগুচরে রয়ে গেছে। আপনি এই পোষ্টটি থেকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Mozilla Firefox এবং Google Chrome ব্রাউজারে পরিষ্কার ও ঝক ঝকে বাংলা ফন্ট দেখতে পাবেন।
Solve-Bangla-Font-Problem
আসলে এই পোষ্টটিতে আমার ব্লগ সম্পর্কিত কোন আর্টিকেল নেই। তারপর যেহেতু আমার ব্লগটি বাংলায়, সেহেতু আমার ব্লগের কথা চিন্তা করে এই পোষ্টটি শেয়ার করতে হচ্ছে। কারণ অনেকে যখন আমার ব্লগটি ভিজিট করেন তখন বলে থাকেন যে, বাংলা ফন্টগুলি পরিষ্কার দেখা যাচ্ছে না। কাজেই বাংলা ফন্ট দেখতে যাতে কোন প্রকার সমস্যা না হয় তাদের জন্য এই পোষ্ট। এই পোষ্টটি থেকে গুগলসহ যে কোন ওয়েবসাইটের বাংলা লেখা পরিষ্কার এবং ঝক ঝকে দেখতে পাবেন। এখানে Mozilla Firefox, Google Chrome এবং Opera মোট তিন টি Browser এর বাংলা ফন্ট সমস্যার সামাধান করার পদ্ধতী দেখানো হবে।

 আমার ব্লগে পরিষ্কার বাংলা ফন্ট দেখার জন্যঃ

আমার ব্লগে ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে Solaiman Lipi ব্যবহার করেছি। সে জন্য কারও কম্পিউটারে যদি এ ফন্টটি ইনস্টল থাকে, তাহলে কম্পিউটার থেকে ভিজিট করার সময় আমার ব্লগের বাংলা ফন্ট দেখতে কোন সমস্যা হবে না।
  • প্রথমে এই লিংক থেকে Solaiman Lipi ফন্টটি ডাউনলোড করুন।
  • তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে Install করুন।
এতটুকো করলেই আমার ব্লগের সকল বাংলা ফন্ট পরিষ্কারভাবে দেখতে পাবেন। উল্লেখ্য যে, বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট "প্রথম আলো, কালের কন্ঠ এবং যুগান্তর"  ছাড়াও সকল ভালমানের বাংলা ওয়েবসাইটসহ প্রায় ৯০% এর বেশী ওয়েবসাইট ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে Solaiman Lipi ব্যবহার করছে। কাজেই এই ফন্টটি আপনার কম্পিউটার ইন্সটল করা থাকলে আপনি ৯০% এর বেশী বাংলা ওয়েবসাইট পরিষ্কারভাবে পড়তে পারবেন। এ ছাড়া অন্যান্য বাংলা ওয়েবসাইট যারা নির্দিষ্টভাবে কোন বাংলা ফন্ট ব্যবহার করছে না, তাদের ব্লগ/ওয়েবসাইট দেখার জন্য নিচের পদ্ধতীগুলি অনুসরণ করুন।

 Mozilla Firefox ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ

  • প্রথমে Mozilla Firefox ব্রাউজার Open করুন।
  • এখন Browser এর ম্যানুবার থেকে Tools > Option > Content এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
সব ধরনের Web Browsers এর বাংলা ফন্ট সমস্যার সমাধান
  • তারপর ২য় তীর চিহ্ন দ্বারা মার্ক করা অংশে Solaiman Lipi ফন্ট সিলেক্ট করে দেন। উপরের এই চিত্রটি হচ্ছে Mozilla Firefox এর সর্বশেষ ভার্সন 48.0 এর চিত্র। আপনি অন্য কোন ভার্সনের ট্রাই করলে চিত্রটি হয়তো ভিন্ন হতে পারে কিন্তু অপশন ঠিক একই হবে। (নোটঃ Mozilla Firefox এর এ যাবৎ যতগুলি ভার্সন বের হয়েছে তার মধ্যে 37.0 হচ্ছে সব চাইতে ভালো। এ ভার্সনটিতে দ্রুত লোড নেয়ার পাশাপাশি ভাল ইন্টারফেস পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে এখান থেকে 37.0 ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন)।

 Google Chrome ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ

  • প্রথমে Google Chrome ব্রাউজার অপেন করলে ব্রাউজারের উপরের ডান পাশের কোনায় নিচের চিত্রটি দেখতে পাবেন।
Solve-Bangla-Font-Problem
  • উপরের চিত্রে মার্ক করা বাটন হতে Settings অপশনে ক্লিক করুন।
  • তারপর একদম নিচের দিক হতে Show advanced Settings অপশনে ক্লিক করলে নিচের দিকে এই ছবিটির মত অপশন দেখতে পাবেন।
Solve-Bangla-Font-Problem
  • এখানে Custom Fonts অপশনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
সব ধরনের Web Browsers এর বাংলা ফন্ট সমস্যার সমাধান
  • এখানে উপরের চিত্রের মত সবগুলি ফন্ট সিলেক্ট করে দিয়ে সর্বশেষ Encoding অপশনে Unicode (UTF-8) সিলেক্ট করে দেন।
  • এতটুকু করলে আপনার ব্রাউজারে পরিষ্কার ও ঝক ঝকে বাংলা ফন্ট দেখতে পাবেন।

 Opera ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ

  • প্রথমে Opera ব্রাউজার Open করুন।
  • Browser এর ম্যানুবার থেকে Settings এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
সব ধরনের Web Browsers এর বাংলা ফন্ট সমস্যার সমাধান
  • তারপর উপরের চিত্র হতে Website > Customize Fonts এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
সব ধরনের Web Browsers এর বাংলা ফন্ট সমস্যার সমাধান
  • এখানে উপরের চিত্রের মত সবগুলি অপশনে ফন্ট সিলেক্ট করে দিয়ে সর্বশেষ Encoding অপশনে Unicode (UTF-8) সিলেক্ট করে দেন।

 Google এবং Yahoo সার্চে পরিষ্কার বাংলা ফন্ট দেখার জন্যঃ

  • প্রথমে এখান থেকে Font Fixer সফটওয়ারটি ডাউনলোড করুন।
  • এখন সফটওয়ারটি Open করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
সব ধরনের Web Browsers এর বাংলা ফন্ট সমস্যার সমাধান !
  • এখানে Solaiman Lipi ফন্ট সিলেক্ট করে নিচের Fix It বাটনে ক্লিক করে কম্পিউটার Restart করুন। এখন থেকে আপনি ওয়েব এর সকল জায়গায় বাংলা ফন্ট পরিষ্কার দেখতে পাবেন।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
Sharif Multimedia হোয়াটসঅ্যাপ এ আপনাকে স্বাগতম
আসসালামু আলাইকুম!
আপনাকে কিভাবে সহায়তা করতে পারি?
Type here...