নাহমাদুহু ওয়ানুসাল্লিয়ালা রাসুলিহিল কারিম, আম্মা বা'দ। আল্লাহ তায়ালার অগনিত প্রশংসা যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সামনে কওমী মাদরাসার দরসী কিতাব গুলোকে PDF আকারে একত্রিত করার মত তাওফিক দান করেছেন।
আমরা অনেক কষ্ট করে কিতাবগুলো একসাথে জমা করেছি। বিভিন্ন ওয়েবসাইটে কিতাবগুলোর জন্যে আমাদের ঘুরতে হয়েছে। তারপর কিতাবগুলো ডাউনলোড করে আবার আপলোড করেছি। শুধু তাই নয়, সবাই যেন সবচেয়ে সহজে এক ক্লিকেই কাংখিত কিতাবটি ডাউনলোড করতে পারেন, তাই সব কিতাবের ডাইরেক্ট লিংক তৈরী করেছি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করে নিন, এবং যারা এর জন্যে কাজ করছে সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।
জ্ঞ্যাতব্যঃ কারো যদি কোন কিতাব ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমাদের Facebook Page এ অথবা আমার আইডিতে জানাবেন। অতি সত্তর সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর যদি কারো কোন পরামর্শ থাকে তাহলেও আমাদেরকে পরামর্শ দিয়ে সাহাজ্য করার জন্যে বিশেষ আবেদন থাকবে। আপনার পরামর্শ সাদরে গ্রহন করা হবে, ইনশা আল্লাহ।
জামাতে নাহবে মীর
জামাতে হেদায়াতুন নাহু
জামাতে কাফিয়া
জামাতে জালালাইন
জামাতে মিশকাত
জামাতে তাকমীল
মাদানী নেসাবের কিতাব সমুহ