তার নেই তোলনা, তার সম কেহ না...
তার লাগি হও দিওয়ানা...। (২)
তার নামে গাও গান, বল আল্লাহ মহান
পাবে অগনিত তার অনুদান...। (২)
তারে ভুলে যেও না, ওরে অবুঝ মনা (৩)
নিশি রাতে কেদে কেদে তারে জপ না। (ঐ)
তারে ভাব নিরালা, ডাক তারে সিজদায় (৩)
তার মত বন্ধু, আর কেহ নাই। (ঐ)
তারে কেন খোজ না, কেন তারে বুঝ না। (৩)
তারে পেলে সবই পাবে তা কি জানো না...(ঐ)
গানটি শুনুনঃ
তার লাগি হও দিওয়ানা...। (২)
তার নামে গাও গান, বল আল্লাহ মহান
পাবে অগনিত তার অনুদান...। (২)
তারে ভুলে যেও না, ওরে অবুঝ মনা (৩)
নিশি রাতে কেদে কেদে তারে জপ না। (ঐ)
তারে ভাব নিরালা, ডাক তারে সিজদায় (৩)
তার মত বন্ধু, আর কেহ নাই। (ঐ)
তারে কেন খোজ না, কেন তারে বুঝ না। (৩)
তারে পেলে সবই পাবে তা কি জানো না...(ঐ)
গানটি শুনুনঃ